বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, খ্যাতি ক্ষণস্থায়ী এবং আগামী প্রজন্ম হয়তো শাহরুখ খানকে মনেই রাখবে না। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
বিবেক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অতীতের খ্যাতিমান ব্যক্তিত্বরা মানুষের স্মৃতি থেকে মুছে যান। তার বক্তব্য, ১৯৬০ সালের ছবিতে কারা অভিনয় করেছিলেন—আজকের মানুষের কি সেটি নিয়ে কোনো মাথাব্যথা আছে? ভবিষ্যতেও ইতিহাস থেকে অনেক কিছুই মুছে যাবে। ২০৫০ সালে মানুষ প্রশ্ন তুলতে পারে—‘কে শাহরুখ খান?
নিজের যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, আজকের যুগের মানুষ যেমন প্রশ্ন করে—‘কে রাজ কাপুর?’ আমরা তাকে চলচ্চিত্রের ঈশ্বর মনে করি ঠিকই, কিন্তু রণবীর কাপুরের আজকের অনুরাগীরা হয়তো তাকে চিনবেনও না। ইতিহাস এভাবেই সবাইকে ধীরে ধীরে মুছে দেয়।
বিবেকের এমন মন্তব্য এসেছে এমন সময়, যখন শাহরুখ খান বিশ্বজুড়ে সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে এবং সম্প্রতি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ফলে তারকা শাহরুখকে ঘিরে এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভক্তরা।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







