Friday, December 5, 2025

হাই কিকখ্যাত কোরীয় অভিনেতা লি সুন আর নেই

‘হাই কিক’ খ্যাত দক্ষিণ কোরীয় কিংবদন্তি অভিনেতা লি সুন-জায়ে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) জন্মগ্রহণ করেন তিনি। কোরীয় যুদ্ধ শুরুর আগে পরিবারসহ সিউলে চলে আসেন।

লি সুন-জায়ের অভিনয়যাত্রা শুরু হয় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এরপরের ছয় দশকজুড়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে গেছেন টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় দিয়ে।

দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় ১৪০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। জনপ্রিয় সিটকম ‘হাই কিক থ্রু দ্য রুফ’-এ তার কমেডি অভিনয় তাকে সর্বজনপ্রিয় করে তোলে। পাশাপাশি ‘দ্য কিং’স ফেস’-এর মতো ঐতিহাসিক নাটকে তার শক্তিশালী চরিত্রাভিনয় আজও দর্শকের স্মৃতিতে অমলিন।

তার সাম্প্রতিক আলোচিত কাজের মধ্যে অন্যতম ‘নাবিলেরা’, যেখানে তিনি বয়সের ভারেও নাচের স্বপ্ন পূরণের চেষ্টা করা এক বৃদ্ধের চরিত্রে আবেগময় অভিনয় উপহার দেন। এছাড়াও ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদার’স হাউজ’, ‘দ্য গ্রেট কিং’— এসব নাটকেও তার অসাধারণ অভিনয়ের ছাপ রয়েছে।

লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন। ১৯৬০-এর দশকের পরীক্ষামূলক কোরীয় টিভির যুগ থেকে শুরু করে বর্তমানের বিশ্বব্যাপী জনপ্রিয় কে-ড্রামার যুগ পর্যন্ত তিনি ছিলেন এক সফল সেতুবন্ধন।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর