Friday, December 5, 2025

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে তিনি মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত অক্টোবরের শেষের দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে তিনি বাসায় ফিরলেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি।

ঘটনার দিন সকালে ধর্মেন্দ্রর জুহুর বাড়িতে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। পরে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির আশপাশে সাধারণের চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেড বসানো হয়। এরপর সালমান খান, শাহরুখ খানসহ বলিউডের বিভিন্ন তারকার বাসায় যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, ভিলে পার্লের এক শ্মশানে হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে দেখা গেছে। তবে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় শুরুতে তৈরি হয় ধোঁয়াশা। গণমাধ্যমগুলো ধারণা করছে, সম্প্রতি একটি ভুয়া মৃত্যু-খবর ছড়িয়ে পড়ার কারণে এবারে পরিবার গোপনীয়তা বজায় রাখছে।

ধর্মেন্দ্রর মৃত্যুতে নির্মাতা করণ জোহর সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, একটি যুগের অবসান। তিনি ছিলেন প্রকৃত মেগাস্টার, ভারতীয় সিনেমার একজন চিরকালীন কিংবদন্তি।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ষাটের দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’, ‘আয়া সাওয়ান ঝুম কে’-এর মতো ছবিতে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। পরে অ্যাকশন ও রোম্যান্টিক হিরো হিসেবে ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ড্রিম গার্ল’ সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে ‘হি-ম্যান’ উপাধি পান তিনি।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর