বলিউড মানেই গ্ল্যামার ওয়ার্ল্ড। তবে চাকচিক্যের আড়ালে যে অন্ধকার দিক রয়েছে, তা নতুন নয়। বহুবার শোনা গেছে—আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে বলিউডের যোগাযোগ। এবার সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে। কুখ্যাত গ্যাংস্টার দাউদের মাদকচক্রে নাম জড়িয়েছে জনপ্রিয় বলিউড তারকা শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির।
সম্প্রতি মুম্বাই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তরের একটি যৌথ অভিযানে উঠে আসে মাদক পাচারকারী সেলিম ডোলার নাম। দুবাই থেকে পরিচালিত এই চক্রের নেতৃত্ব দিতেন সেলিম। গেল আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে তার ছেলে তাহের দোলাকে ভারতে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের কাছে তাহির দাবি করেন, তাঁর বাবার চক্রের মাধ্যমে প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। সেই চক্রের মাদক পার্টিতে নিয়মিত যাতায়াত করতেন শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহিসহ একাধিক বলিউড তারকা।
তাহির আরও জানান, দাউদ ইব্রাহিম বিভিন্ন স্থানে নিয়মিত মাদক পার্টির আয়োজন করতেন, যেখানে উপস্থিত থাকতেন তারকারা। শুধু শ্রদ্ধাই নন—এই পার্টিতে নিয়মিত যেতেন তাঁর দাদা সিদ্ধার্থ কাপুরও। বছরখানেক আগে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সিদ্ধার্থ, যদিও প্রমাণের অভাবে পরে তিনি মুক্তি পান। এই চক্রে ওরি’র নামও উঠে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর—উঠে আসা অভিযোগের ভিত্তিতে শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও অন্যদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, তাঁকে ‘সহজ লক্ষ্যবস্তু’ বানানো হচ্ছে এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।রে ছাত্রকে অমানবিক নির্যাতনকারী সেই পাষন্ড মাদ্রাসা শিক্ষক কারাাগারে
অনলাইন ডেস্ক/আর কে-০৩







