Thursday, November 6, 2025

কেশবপুরে দখল হওয়া নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

রনি হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুরে দখল, দূষণ ও নাব্যতা সংকটজনিত সমস্যা চিহ্নিত ও ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মাকছুমুল হাকিম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি কেশবপুর উপজেলার আপার ভদ্রা নদীর আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল বাকী, সহকারী প্রধান মো. তৌহিদুল আজিজ ও সাকিব মাহমুদ। এছাড়া যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরিফ নেওয়াজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ১৪০ কোটি টাকার পানি নিষ্কাশন প্রকল্পের আওতায় কেশবপুর, মণিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া ও তালা উপজেলায় মোট ৮১.৫ কিলোমিটার নদী খননের কাজ চলছে। এর মধ্যে কেশবপুর অংশে প্রায় ৪৫ কিলোমিটার নদীর সীমানার ভেতরে একটি বাজার, একটি ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৮৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে, যা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর