Wednesday, November 5, 2025

নিজের জন্মভূমি যশোরকে নিয়ে তরিকুল ইসলাম স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখাতেন — মফিকুল হাসান তৃপ্তি

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির কথা উঠলেই যে নামটি সর্বাগ্রে উচ্চারিত হয়, তিনি মরহুম তরিকুল ইসলাম। বিএনপির রাজনীতির এক পুরোধা ব্যক্তিত্ব হিসেবে সফল নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন এ অঞ্চলের জনমানুষের প্রিয় নেতা।

তিনি ছিলেন এক দূরদর্শী উন্নয়নকর্মী—নিজের জন্মভূমি যশোরকে নিয়ে যেমন স্বপ্ন দেখতেন, তেমনি স্বপ্ন দেখাতেন মানুষকে। তাঁর সময়েই যশোর পেয়েছিল ব্যাপক উন্নয়নের ছোঁয়া। দলমত নির্বিশেষে জেলার মানুষ তাই আজও শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেন। উন্নয়নের কথা উঠলেই প্রাসঙ্গিক হয়ে ওঠেন তরিকুল ইসলাম।

২০১৮ সালের ৫ নভেম্বর তাঁর চিরবিদায়ের দিনে যশোর ঈদগাহ ময়দান রূপ নিয়েছিল জনসমুদ্রে। জননেতার বিদায় ঘটেছিল এক ঐতিহাসিক গণজোয়ারে।

এ কথা বলেন শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বুধবার শার্শা উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহম্মেদ।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বেনাপোল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাগআচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আল মামুন বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিউল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর