যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির ঘটনায় আরও একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তির নাম বাবলুর রহমান। তিনি ধোপাখোলা স্কুলপাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বুধবার সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমৃত লাল দাস জানান, গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যানার তৈরির সময় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন প্রতিষ্ঠানটির মালিক নাহিদ বিল্লাহ ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু প্রশাস মল্লিক। তিনি আরও জানান, মূলত তারা নাশকতার উদ্দেশ্যে ওই ব্যানার তৈরি করছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলার তদন্তে বাবলুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কাগজ সংবাদ






