যশোরের নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী হোসাইন বুধবার যোগদান করেছেন। এর আগে তিনি আইন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যশোরের আগের সিনিয়র জেলা ও দায়রা জজ ছিলেন শেখ নাজমুল আলম। গত ২৮ আগস্ট তিনি রাজশাহীর মানবপাচার ট্রাইব্যুনালে বিচারক হিসেবে বদলি হন। এরপর থেকে যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজের পদটি শূন্য ছিল। বুধবার মোহাম্মদ আলী হোসাইন বুধবার যোগদান করেন।






