যশোর জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী যশোরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজ এর সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম. আর. খান মিলন ও শিমুল ভুইয়া। এছাড়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাতদিন সংবাদ






