Wednesday, November 5, 2025

যশোর জেলা পরিষদে কোটিপতি ইলেকট্রিশিয়ান আশরাফ হোসেন মঞ্জু!

যশোর জেলা পরিষদে কর্মরত এক ইলেকট্রিশিয়ানের অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে। অষ্টম শ্রেণি পাস আশরাফ হোসেন মঞ্জু নামের ওই কর্মকর্তা ইলেকট্রিশিয়ান পদে চাকরি করলেও বর্তমানে তার নামে ও পরিবারের নামে কোটি টাকার সম্পদ রয়েছে। শহরের কিসমত নওয়াপাড়ায় বিলাসবহুল বাড়ি, গাড়ি, তেল পাম্প, জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক একাউন্ট মিলিয়ে তিনি কোটিপতি বনে গেছেন।

সূত্র জানায়, নব্বইয়ের দশকে মাষ্টাররোলে সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে জেলা পরিষদে যোগ দেন আশরাফ হোসেন মঞ্জু। পরবর্তীতে পদটি স্থায়ী করে দীর্ঘ ৩২ বছর ধরে কাজ করছেন। ধীরে ধীরে তিনি তৎকালীন প্রভাবশালী কর্মকর্তা মরহুম দলিল উদ্দিন বিশ্বাসের ঘনিষ্ঠজন হয়ে ওঠেন এবং অলিখিতভাবে ল্যান্ড সার্ভেয়ারের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই জেলা পরিষদের জমি, গাছ, মার্কেট ও সম্পদ ইজারা ও বিক্রির কাজে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের বিভিন্ন এলাকায় গাছ বিক্রি ও জমি ইজারা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মঞ্জু। নিজের নামে ও আত্মীয়-স্বজনের নামে যশোর সদর, বিরামপুর, মধুগ্রাম, বাহাদুরপুর, পাঁচবাড়িয়া, কাশিমপুরসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০ বিঘা জমি ক্রয় করেছেন। পাশাপাশি, বিভিন্ন ব্যাংকে প্রায় ২৫টি হিসাব খুলে রেখেছেন, যেখানে জমা রয়েছে কয়েক কোটি টাকা।

অভিযোগ রয়েছে, তিনি ইলেকট্রিশিয়ান হলেও ভুয়া সার্ভেয়ার পরিচয়ে জেলা পরিষদের সম্পদ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নেন এবং অসংখ্য গাছ বিক্রি, জমি বন্দোবস্ত ও ইজারা থেকে বিপুল অর্থ উপার্জন করেন। শহরের কিসমত নওয়াপাড়ায় তার বিলাসবহুল বাড়ির গেটেই ঝুলছে যশোর জেলা পরিষদের সার্ভেয়ার পরিচয়সংবলিত সাইনবোর্ড।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন সূত্র বলছে, মঞ্জুর বিরুদ্ধে একাধিক তদন্ত ও মামলা চলমান রয়েছে। অতীতে কয়েক দফা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও রহস্যজনক কারণে তিনি ফের বহাল হয়েছেন।

সম্প্রতি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোরের উপশহর এলাকার এক ব্যক্তি দুদক ও সরকারের উচ্চপর্যায়ে লিখিত অভিযোগও করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আশরাফ হোসেন মঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব পুরনো বিষয়। লেখালেখি করে কী হবে? আসেন বসে একটু কথা বলি, সব ঠিক হয়ে যাবে।” কথোপকথনের একপর্যায়ে তিনি প্রতিবেদককে বিষয়টি প্রকাশ না করার বিনিময়ে মোটা অঙ্কের টাকার প্রস্তাবও দেন বলে জানা গেছে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর