Wednesday, November 5, 2025

সার ডিলার নীতিমালা–২০২৫ বাতিলের দাবি যশোরে বিএফএ নেতাদের

সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) খুলনা ও বরিশাল বিভাগ। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ যশোর জেলার সভাপতি আলহাজ শাহজালাল হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন জেলার সার ব্যবসায়ী নেতারা।

বক্তারা বলেন, নতুন ২০২৫ সালের নীতিমালায় ইউনিয়নভিত্তিক তিনজন নতুন ডিলার নিয়োগের প্রস্তাব অবাস্তব। এতে বরাদ্দ বিভক্ত হয়ে সার বিতরণে জটিলতা ও ব্যয় বৃদ্ধি পাবে। ২০০৯ সালের নীতিমালার আওতায় গড়ে ওঠা স্থিতিশীল ব্যবসায়িক চেইন নতুন নীতিমালায় ভেঙে পড়বে, বহু অভিজ্ঞ ডিলার ক্ষতিগ্রস্ত হবেন।

বিএফএ নেতারা চার দফা দাবি উপস্থাপন করেন—২০০৯ সালের নীতিমালা বহাল রাখা, ডিলার কমিশন বৃদ্ধি, জেলার প্রকৃত চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং বেসরকারি পর্যায়ে ৮০% ও বিএডিসির মাধ্যমে ২০% নন–ইউরিয়া সার আমদানির ব্যবস্থা করা।

তারা আরও বলেন, ভুল সিদ্ধান্তে মাঠপর্যায়ে সার সরবরাহ অস্থিতিশীল হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে, যার দায় সরকারকেই নিতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর