বলিউডের ‘পরদেশ’ খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। সম্প্রতি তাঁর বিয়ের খবর ঘিরে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। গুঞ্জনের সূত্রপাত ৬২ বছর বয়সী জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রার সঙ্গে মহিমার বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের বিয়ের পোশাকে সেজেছেন মহিমা। পাশে দাঁড়িয়ে আছেন সঞ্জয় মিশ্রা, পরনে শেরওয়ানি। দুজনকে একসঙ্গে ছবি তুলতে ও উপস্থিত অতিথিদের অভিনন্দন নিতে দেখা যায়। এমনকি মহিমাকে বলতে শোনা যায়—“যদি কেউ বিয়েতে থাকতে না পারেন, যাওয়ার আগে মিষ্টি খেয়ে যান।” এরপরই নেটিজেনদের মনে প্রশ্ন—তারা কি সত্যিই বিয়ে করেছেন?
তবে জানা গেছে, এটি বাস্তবের নয়, সিনেমার দৃশ্য। মহিমা ও সঞ্জয় তাঁদের আসন্ন চলচ্চিত্র ‘দুর্লভ প্রসাদ কী দুসরি শাদি’-র প্রচারণার অংশ হিসেবে এই বিয়ের সাজে হাজির হয়েছিলেন। সিনেমাটিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে। গত ১৬ অক্টোবর ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে।
মহিমা চৌধুরীর বাস্তব জীবনও কম নাটকীয় নয়। ২০০৬ সালে ব্যবসায়ী ও স্থপতি ববি মুখার্জিকে বিয়ে করেন তিনি। তাঁদের এক কন্যা আছে—আরিয়ানা। ২০১৩ সালে দম্পতির বিচ্ছেদ হয়।
অন্যদিকে, সঞ্জয় মিশ্রা প্রথমে রৌশনি আচর্যকে বিয়ে করেছিলেন; ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৯ সালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন কিরণ মিশ্রাকে। তাঁদের দুই কন্যা—পাল ও লামহা।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







