Wednesday, November 5, 2025

লোহাগড়ায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে লোহাগড়া সি অ্যান্ড বি চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষীপাশা চৌরাস্তা নিউ মার্কেট চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মোঃ মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন— নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এস এম শফিকুজ্জামান তারিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম ফেরদৌস রহমান, শ্রমিক দলের আহবায়ক মোঃ আখতার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম গিয়াস উদ্দিন জুয়েল, এবং কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মিছিল ও পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর