Wednesday, November 5, 2025

বগুড়ায় এনসিপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্মেলনস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে এনসিপি মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের সমন্বয়কারী সারজিস আলমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ চত্বরে এনসিপির সমন্বয় সভা চলার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলা পরিষদ অডিটোরিয়ামে সভা চলার সময় দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে তবে বিস্ফোরিত হয় একটি। এ বিস্ফোরণে কেউ আহত হয়নি।

বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় উদ্ধোধনে আসা এনসিপি নেতারা সম্মেলন শেষে বাহিরে আসার পর সারজিস আলম অভিযোগ করে বলেন, “দেশে আওয়ামীলীগের যেসব দোসর অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করেছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।” এ প্রসঙ্গে তিনি নিরাপত্তাব্যবস্থার দূবলর্তার বিষয়টিও উল্লেখ করেন।

পরে এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা ও সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সাতমাথার দিকে যান।

সম্মেলনে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও যুগ্ম মুখ্য সংগঠন সাকিব মাহাদি।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর