সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর শহরের লালদিঘি পাড়ের শ্রীশ্রী হরিসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সঙ্গে জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিতভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
বিএনপি নেতা অমিত বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির উৎসব। সকলের অংশগ্রহণে এই উৎসব আনন্দমুখরভাবে উদযাপিত হবে।”
স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এসময় বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।






