যশোর সদরের বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আঞ্চলিক কর্মীসভায় বক্তব্য রাখেন যশোর-৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এ দেশে শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বক্তারা সংস্কার, গণহত্যার বিচার ও পি.আর. পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব উল্লেখ করে বলেন, আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া সংসদে শান্তি ও দেশের উন্নতি সম্ভব নয়। এই লক্ষ্যে সকল কর্মীদের সোচ্চার ও সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।
কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনে জামায়াতের পরিচালক অধ্যাপক মশিউর রহমান, নির্বাচন সদস্য সচিব মাওলানা আব্দুল আলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু বক্কর খান।
সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ।






