যশোরে ওয়ার্ড পর্যায়ে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে হামলার ঘটনায় মেম্বার ডালিমের ভাই আলিমের বিএনপির পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি। শনিবার রাতে সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদ হাসান টিটোর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আব্দুল আলিম ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য থেকেও সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। যা সদর উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। কেন আব্দুল আলিমকে দল থেকে বহিষ্কার করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন খানের বরাবর লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে আরবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল। এসময় বিএনপির আরেক সদস্য নজরুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায় আলিম, তার ভাই মেম্বার ডালিমসহ তাদের অনুসারীরা। নজরুলকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। বিষয়টি নজরে আসায় সদর উপজেলা বিএনপি তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেয়।
রাতদিন সংবাদ






