Thursday, November 6, 2025

লোহাগড়ায় ব্যবসায়ী জগবন্ধু কুন্ডুর ওপর দুর্বৃত্তদের হামলা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর জগবন্ধু কুন্ডু (৪৫)। বুধবার রাত ৯টার দিকে লোহাগড়া পৌর শহরের পোদ্দারপাড়া জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত জগবন্ধু কুন্ডু শহরের ১নং ওয়ার্ডের ছাতড়া গ্রামের মৃত কানাই লাল কুন্ডুর ছেলে এবং লোহাগড়া বাজারের শিল্পী সুইটসের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পোদ্দারপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে মুখোশধারী ৩–৪ জন দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। হামলায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ঘটনার পর রাতেই জগবন্ধু কুন্ডু লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পৌর বিট অফিসার এসআই তরুণ জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর