শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি এ আয়োজন করে।
উপজেলা পরিষদ সড়কের বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তাঁরা খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন এবং আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, খালেদা জিয়ার সুস্থতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।






