শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামের উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকেল চারটায় কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয় পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা মোসলেহ উদ্দীন ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহম্মেদ উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম এবং কর্মপরিষদ সদস্য মাওলানা সামসুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের পৌর সহকারী সেক্রেটারি ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুম বিল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আজাদসহ জামায়াতে ইসলামের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






