যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “আমরা কখনো নিজেদের ভোগ-বিলাসের জন্য রাজনীতি করি না; দেশ ও জনগণের উন্নয়নের জন্যই রাজনীতি করি। বিএনপি যতবার জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। যশোরেও প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির ছোঁয়া রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন।”
সদর উপজেলা মহিলা দল আয়োজিত তৃণমূল পর্যায়ের নারীদের সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে জনগণের ভোট ডাকাতি করে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের সম্পদ লোপাট করা ছাড়া কিছুই করেনি। যার ফলে সারা দেশের মতো যশোরেও উন্নয়নের যাত্রা থেমে গিয়েছিল। আগামীতে বিএনপি জনগণের রায়ে আবারও দেশ পরিচালনার সুযোগ পেলে উন্নয়নের চাকা সচল করা হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা প্রমুখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শৈলী এবং যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা।






