বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ নির্বাচনের আগের রাতে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বিষয়টি তিনি রাত ১২ টা ৫৪ মিনিটে রাতদিন নিউজকে নিশ্চিত করেছেন। এরআগে তিনি রাত ১২ টা ৫২ মিনিটে নিজের ফেসবুক পেজে ভোট বর্জণের ঘোষনা দেন। তিনি রাতদিন নিউজকে বলেন , পুলিশ ভোট ডাকাতি শুরু করেছে। ৬৩ কেন্দ্রে এক যোগে ভোট কাটা হচ্ছে। তারমধ্যে করিমপুর, ইন্দ্রা, জামদিয়া, আন্দলবাড়িয়া, বহরামপুর, পশ্চিমা, বন্দবিলা অন্যতম। এছাড়া তিনি আরো অভিযোগ করেন, এখন তিনি একটি বাড়িতে আছেন। বাড়ির চারপাশ শতাধিক পুলিশ ঘিরে রেখেছে। তার সাথে কেউ দেখা করতে পারছেন না। এমনকি তার বাইরে বের হওয়ার কোনো সুযোগ দেয়া হচ্ছেনা। এক কথায় তাকে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন মি দিলু পাটোয়ারী। তিনি আরো বলেন, বাঘারপাড়ার আপামর জনসাধারণের অনুরোধেই তিনি এ স্বিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।
বিশেষ প্রতিনিধি






