Thursday, November 6, 2025

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সিংহঝুলীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চৌগাছায় সিংহঝুলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার বিকাল ৪ টায় সিংহঝুলীতে কমিটি গঠন বিষয়ক প্রস্তুতিসভা শেষে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের চৌগাছা শাখার নেতৃত্বেও অংশ নেন। মিছিলটি সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন জনগুরূত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে ইউনিয়নের সদরে এসে শেষ হয়। পরে সমাবেশে  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা জঙ্গীবাদীদের বিরুদ্ধে  চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যহত রয়েছে। তিনি আরও বলেন এই নিকৃষ্ট কর্মকান্ডে জড়িত থাকা সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এ মিছিল চলছে,চলবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দেওয়ান আনিচুর রহমান, চৌগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য প্রভাষক অমেদুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ  নেতা শ্যামল দত্ত, পৌর স্বেচাছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন,  সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন , সাধারন সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সাধারন সম্পাদক আসিফ, সাংগঠনিক সম্পাদক মন্টু,সদস্য বাবু, ১ নং ফুলসারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাবুদ্দীন সাবু,,সাধারন সম্পাদক আল-আমিন,যুগ্ম সাধারন সম্পাদক তুষার, সাংগঠনিক সম্পাদক নূর আলম, ৬ নং জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শ্রী তপন কুমার,সম্পাদক তাশিকুল ইসলাম, ৭ নং পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সম্পাদক শাহজান আলী ভুট্টো, ৯ নং স্বরূপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিদ্যুত হোসেন, ১০ নং নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সিংহঝুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুত কমিটির নেতা রিপন মিয়া ও হাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়াও সিংহঝুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের  প্রস্তাবিত সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

চৌগাছা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!