বৃহস্পতিবার যশোর সদর উপজেলায় উপনির্বাচন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই সময়ের মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তারাই ভোট দিবেন। যদিও এর আগে ভোট গ্রহণ করা হতো সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যার মধ্যে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছে গেছে। সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে দু’জন প্রার্থী রয়েছেন। এরা হচ্ছেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা মিলি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন। নির্বাচনে একশ’ ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ, ১২ জন আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। থাকবেন ছয়জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর বাইরে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব। র্যাবের সাথে দু’জন ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। সদর উপজেলার উপনির্বাচনে পাঁচ লাখ ৬০ হাজার পাঁচশ’ ২৫ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। সদর উপজেলায় ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।
রাতদিন সংবাদ






