যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনের কেন্দ্রে আনসার সদস্য নিয়োগে লক্ষাধিক টাকার অর্থ বাণিজ্য হয়েছে। সদর উপজেলার রামনগর ইউনিয়নের আনসার কমান্ডার লুৎফর রহমান ঘেনা এ বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানলেও রহস্যজনক কারণে এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।অভিযোগে জানা যায়, আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইসাথে বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনী কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন। যশোর সদর উপজেলার ১৭৫টি ভোটকেন্দ্রের জন্যও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এরমধ্যে রামনগর ইউনিয়নে ১২টি গ্রুপে ১৪৪ জন আনসার সদস্য নিয়োগ হয়েছে। এসব গ্রুপে ৮ জন পুরুষ ও ৪ জন নারী সদস্য রয়েছেন। রামনগর ইউনিয়নে ১২টি গ্রুপের আনসার সদস্য সংগ্রহের দায়িত্ব পান স্থানীয় আনসার কমান্ডার সিরাজসিংহা গ্রামের লুৎফর রহমান ঘেনা। এ সুযোগটি কাজে লাগিয়ে তিনি ব্যাপক অর্থ বাণিজ্য চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, রামনগর ইউনিয়নের আনসার কমান্ডার লুৎফর রহমান ঘেনা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভোটের ডিউটির সদস্য সংগ্রহ করেছেন। তিনি ঘোষনা দেন, ভোটের ডিউটি করতে হলে আনসার সদস্য জন প্রতি ৭শ’ টাকা হারে প্রদান করতে হবে। নতুবা তাদেরকে ডিউটিতে তালিকাভুক্ত করা হবে না। এ হিসেবে তিনি ১৪৪ জন আনসার সদস্যের কাছ থেকে ৭শ’ টাকা হারে হাতিয়ে নিয়েছেন এক লাখ আটশ’ টাকা। ইউনিয়নে নিয়োগকৃত ১৪৪ জন আনসার সদস্যের বাড়ি উপজেলার কুয়াদা বাজার, সিরাজসিংহা, ভোজগাতী, ডহরসিংহা, জামজামি, আটমাইল দোনার গ্রাম, পাতালিয়াসহ আশেপাশের গ্রামে।অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে আনসার ডিউটির জন্য উৎকোচের ৭শ’ টাকার মধ্যে লুৎফর রহমান ঘেনা নিয়েছেন ৪শ’ টাকা। বাকি ৩শ’ টাকা দিয়েছেন সদর উপজেলা কর্মকর্তা শাহিনা আক্তারকে। এ কারণে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ অপকর্ম করেও তিনি রেহাই পেয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রামনগর ইউনিয়ন কমান্ডার লুৎফর রহমান ঘেনা বলেন, তিনি কারো কাছ থেকে উৎকোচ গ্রহণ করেননি। এ কথা সঠিক নয়। যোগাযোগ করা হলে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, রামনগর ইউনিয়ন কমান্ডারের সাথে তার কোন যোগাযোগ নেই। তিনি কোন টাকা গ্রহণ করেননি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রাতদিন সংবাদ






