নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে জমা দেন এ তরুণ নেতা। বাঘারপাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নিরক্ষরমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীক চান দিলু পাটোয়ারী। মনোনয়ন জমা দিয়ে দিলু পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণা নিয়ে ছোটবেলা থেকেই মানুষের সেবা করে যাচ্ছি। রাজনীতি হচ্ছে মানবসেবার সর্বশ্রেষ্ঠ প্লাটফর্ম-এ বিশ্বাস নিয়ে টানা ২০ বছর ধরে রাজনীতির কঠিন পথ পাড়ি দিচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি করতে যেয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি।তাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবার মূল্যায়ন করবেন বলে জানান দিলু পাটোয়ারী।






