Wednesday, November 5, 2025

মণিরামপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে যুবদলের কর্মী সমাবেশ শেষে আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের দক্ষিণ মাথায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনের সামনে শহীদ ইকবাল ও মুছা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শহীদ ইকবাল গ্রুপের রাকিব ও সাজিদের অবস্থা আশংকাজনক হওয়ায় সন্ধ্যার পর তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সংঘর্ষের পর থেকে বাজারে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সংঘর্ষের জন্য দুই গ্রুপ পরস্পরকে দোষারোপ করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে জেলা যুবদলের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর  জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আলী আকবর চুন্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মহসিন মোল্লা ও সহ- সম্পাদক আব্দুল জব্বার। এছাড়া জেলা ও উপজেলা নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
সন্ধ্যায় সমাবেশ শেষে অতিথিরা চলে যেতেই থানা বিএনপির বর্তমান সভাপতি শহীদ ইকবাল ও সাবেক সভাপতি মোহাম্মদ মুসা গ্রুপের সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হামলায় শহীদ ইকবাল গ্রুপের রাকিব হোসেন, সাজিদ হোসেন, রবিউল ইসলাম ও শাহাদৎ হোসেন এবং মো. মুসা গ্রুপের সোহাগ, ইউসুফ ও রাকিবসহ দুই গ্রুপের ১৪-১৫ জন আহত হয়।মণিরামপুর উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু দাবি করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী মুছা পক্ষের লোকজন শহীদ ইকবাল পক্ষের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।  অপরদিকে মোহাম্মদ মুছা গ্রুপের নেতা জাহাঙ্গীর বিশ্বাস সাংবাদিকদের জানান, তাদের নেতাকর্মীরা সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের পেছনে যাওয়ার কারণে শহীদ ইকবাল পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে।এ বিষয়ে মণিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল সাংবাদিকদের বলেন, ‘পরিকল্পিতভাবে মুসা গ্রুপের লোকজন আমার লোকজনের ওপর হামলা করেছে।’
তবে সাবেক সভাপতি মোহাম্মাদ মুসা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী না। ফায়দা নিতে তৃতীয় কোনো পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর