Wednesday, November 5, 2025

পরিবর্তনের প্রত্যাশায় জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই জনগণ -গাজী এনামুল হক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড. গাজী এনামুল হক গণসংযোগ অব্যহত রেখেছেন। তিনি বুধবার বিকেলে মণিরামপুর পৌর এলাকার তাহেরপুরে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় বাম পা হারানো আকুঞ্জি মোহাম্মাদ নূরের ছেলে মো. মাসুদুর রহমান পারভেজের সার্বিক খোঁজখবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।

গণসংযোগ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী এনামুল হক বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মনে এক নতুন চেতনা কাজ করছে। অতীতে যা মানুষ দেখেছে, তা তারা আর দেখতে চায় না। পরিবর্তনের প্রত্যাশায় জনগণ এখন নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। দেশের সর্বস্তরের মানুষ এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পরিবর্তনের প্রত্যাশায় জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর