Wednesday, November 5, 2025

চৌগাছায় ধানের শীষ প্রতীকের পথসভা ও মিছিল

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ছাত্রদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় প্রেসক্লাব চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঈন হাসান রকির সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, স্বরূপদাহ (সংশোধিত) বিএনপির সভাপতি জহরুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম অসীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকী।

এছাড়াও আরও বক্তব্য রাখেন ইতালী প্রবাসী ও সাবেক জেলা বিএনপির সভাপতি আফিল উদ্দিন দফাদার (সংশোধিত), যশোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাকিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান, সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি, তরিকুল ইসলাম এবং পৌর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে খালিদ প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর