Wednesday, November 5, 2025

যশোরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

যশোরে ঐতিহাসিক ৭ নভেম্বর দিবস পালন করা হয়েছে। এদিন জেলা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে। শনিবার বিকেল তিনটায় জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এদিন মেজর জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। এ বিপ্লব না হলে জাতি হিসেবে আমরা পরাধীন থাকতাম। অথচ একটি চক্র দিনটিকে নিয়ে নানা ধরনের বানোয়াট ও মিথ্যা ব্যাখ্যা দিয়ে আসছেন। একই সাথে এদিন সরকারি ছুটি বাদ দিয়ে সরকার বিষয়ে প্রতিবাদ জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুর উন নবী সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর