Thursday, May 9, 2024

কঠিন এই তাপদাহ থেকে পরিত্রান চেয়ে লোহাগড়ায় ইসতিসকার নামাজ আদায় ও দোয়া

- Advertisement -

মাফুজুল ইসলাম মন্নু,লোহাগড়া প্রতিনিধিঃ-দেশের মানুষ, গাছপালা, ফল- ফসল, পশু- পাখি, কীটপতঙ্গ কঠিন এই তাপদাহ থেকে পরিত্রান পেতে ও ইসতিসকার নামাজ আদায় করেছেন লোহাগড়ার ধর্মপ্রান মুসলমান ও জনসাধারণ । ২৭এপ্রিল (শনিবার) বেলা১১ দিকে লোহাগড়ার লক্ষীপাশা কওমিমাদ্রাসারউদ্যো গে মাদ্রাসার মাঠে ইসতিসকার নামাজের মাধ্যমে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করেন। এই নামাজে এলাকার শত শত মানুষ উপস্থিত হন। নামাজের এমামতি ও দোয়া পরিচালা করেন , মাদ্রাসার ভাইস প্রিন্সিপল মুফতি মিরাজুল হক খান, আারও উপস্থিত ছিলেন,মুফতি মোঃ বাকি বি ল্লাহ। নামাজের শুরুতে আগত মুসল্লিদের উদ্দেশে মুফতি মোঃ মিরাজুল হক খান বলেন,, আমাদের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দিয়ে থাকেন । বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করবো । আমরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ আশা করি কবুল করবেন।
নামাজ শেষে মোনাজাতে আল্লাহর দরবারে অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রান চেয়ে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন। মুসল্লীরা মোনাজাতে কান্না বিজড়িত কন্ঠে আমিন আমিন বলতে থাকেন।

রাতদিন ডেক্স/জয়-১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত