Monday, May 20, 2024

যশোরে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, আটক-১

- Advertisement -

বেপারোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে গাছের সাথে ধাক্কায় দুই যাত্রী নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। প্রাইভেটকারের (যশোর-ক-১১-০০৩২) চালক জয়নাল আবেদীনের নামে মামলাটি করেছেন, শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়ার নাফিছুর ইসলাম খান (৩৫)। আসামি জয়নাল আবেদীন (২১) সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি আশঙ্কজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি রয়েছেন। এ মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

নাফিছুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট বোন রিমা খাতুন , ধর্মতলার আব্দুল কাদের সরদার রিজভী এবং খুলনার সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকার স্নেহা ওরফে সোনিয়া গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে চালক জয়নাল আবেদীনের প্রাইভেটকারে করে ধর্মতলা থেকে দেয়াড়ায় যাচ্ছিলেন। প্রাইভেটকারটি কায়েমখোলা রোডের উত্তর দিকে পৌছালে রাস্তার পাশের একটি মেহগুনি ও খেজুর গাছে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। পরে চারজনকে উদ্ধার করে রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার বোন রিমা মারা যান। উন্নত চিকিৎসার জন্য রিজভী ও চালক জয়নালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিজভী মারা যান। আর স্নেহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চালক বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালানোর কারনে ওই দুর্ঘটনা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, খুলনার একটি ডিজে পার্টির সদস্য ছিলেন যাত্রীরা। তারা বিশেষ একটি কাজে এড়েন্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই দুর্ঘটনা ঘটে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত