Monday, May 20, 2024

বিপুলের আদালতে আত্মসমর্পণ, জামিনে মুক্ত

- Advertisement -

সাইবার সিকিউরিটি, চাঁদাদাবি ও মানহানির মামলায় যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ জামিন মঞ্জুর করেন।

এরআগে গত ২১ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাদী হয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, চাঁদাদাবি ও মানহানির অভিযোগে ভাইস চেয়ারম্যন বিপুলকে আসামি করে কোতয়ালি থানায় মামলা মামলা করেন।

এ ঘটনায় এ মামলার তদন্ত শেষে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ও চাঁদাদাবি, মানহানির আলাদা চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক একেএম সফিকুল আলম চৌধুরী। চার্জশিটে অভিযুক্ত আনোয়ার হোসেন বিপুলকে পলাতক দেখানো হয়েছিল।
আনোয়ার হোসেন বিপুল পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে ৮ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন এবং নিম্ন আদালতে আত্মসমর্পনের আদেশ দেয়। হাইকোর্টে নিদের্শনা অনুযায়ী তিনি বুধবার জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত