Wednesday, May 8, 2024

প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান

- Advertisement -

রাতদিন ডেস্কঃ শারজাহতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মোহাম্মদ নবির নান্দনিক অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। যার ফলে নিজেদের ক্রিকেট ইতিহাসে সব ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতেছে রশিদ খানের দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ প্রথম পছন্দের এক ঝাঁক খেলোয়াড়দের বিশ্রাম দেয়া দলটি গড়ে তুলতে পারেনি কোনো জুটি। দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। কেবল ৪ ব্যাটরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে।

এমনকি তাদের ইনিংসে কোনো ব্যাটার ২০ রানের অঙ্কে পর্যন্ত পৌঁছাতে পারেনি। সর্বোচ্চ ১৮ রান আসে ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে।

এক সময়ে নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের নিচে থামার শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে শেষ দিকে আফগানদের কিছু মিস ফিল্ডিংয়ের সুবিধা কাজে লাগিয়ে দলটি যায় একশ’ রানের কাছে। এই ম্যাচের ৯২ রান টি-টোয়েন্টিতে তাদের পঞ্চম সর্বনিম্ন। আফগানদের মুজিব উর রহমান, মোহাম্মদ নবি এবং ফজলহক ফারুকি উভয়েই নিয়েছেন দুইটি করে উইকেট।

জবাবে ৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ২৭ রানের মধ্যেই ৩ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর দলীয় ৪৫ রানে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে আউট হন করিম জানাত, দশ ওভার শেষে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে তা দারুণ দৃঢ়তায় কাটিয়ে ওঠে নবি ও নাজিবউল্লাহ।

তাদের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের আনন্দে ভাসে আফগানিস্তান। তিন চার ও এক ছক্কায় ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ অলরাউন্ডার নবি। একবার জীবন পাওয়া নাজিবউল্লাহ ২ চারে ২৩ বলে করেন ১৭ রান।

এমএইচ-০১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত