Thursday, May 9, 2024

ঝিকরগাছায় জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে হুমকি প্রদর্শন

- Advertisement -

 

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া ও বিভিন্ন ভাবে ভয়ভিতির অভিযোগ পাওয়া গেছে। জমি দখল করে নেওয়া ও প্রাচীর ভাঙ্গা হয়েছে ও অভিযোগ করেছেন মোস্তফা হাদিউরজামান নয়ন। এ ব্যাপারে তদন্ত পূর্বক শাস্তির দাবি করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র মোস্তফা হাদিউরজামান নয়ন তাদের পৈত্রিক ১৫৫ বাঁকড়া মৌজার হালদাগ৭২৯,৭৩০,৭৩১,৭৩২,৭৩৩,৭৩৪ দাগে মোট ভোগদখল ১৭ শতক জমি। সেই জমির সীমানা প্রাচীর দেওয়া ছিল। গত কয়েক বছর ধরে এই প্রাচীর দেওয়া রয়েছে। গত ৪ মে তাহার চাচাতো ভাই মনিরুজ্জামন লালটু ও তাহার দুই ছেলে তাদের পৈত্রিক সম্পত্তি মিলে হাতুরি ও শাবল দিয়ে প্রাচীরটি ভেঙ্গে দিয়েছে। ঐ দিন মোস্তফা হাদিউরজামান নয়ন তার পরিবারের সকলকে নিয়ে আত্মীয় বাড়িয়ে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে মনিরুজ্জামনা লালটু ও তাহার দুই ছেলে তাদের পৈত্রিক সম্মত্তির প্রাচীর ভেঙ্গে দিয়েছে ও বিভিন্ন ভাবে ভয়ভিতি হুমকি প্রদর্শন করে চলেছে। মোস্তফা হাদিউরজামান নয়ন বাড়ি ফিরে বিষয়টি জানান জন্য চাচাতো ভাই লালটুর নিকট গেলে তাৎক্ষণিক লালটুর দুই ছেলে মিনহাজুল রহমান ও মেজবাউল রহমান তাহাকে জীবন নাশের হুমকি ও বিভিন্ন ভাবে গালিগালাজ করেন। এ ঘটনার তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার দাবি করে মোস্তফা হাদিউরজামান নয়ন জেলা প্রশাসক, র‌্যাব-৬ যশোর, উপজেলা নির্বাহী অফিসার, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বাঁকড়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

রাতদিন সংবাদ/এ.এন-১৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত