বিশেষ প্রতিনিধিঃসদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের একটি গ্যারেজ হতে দু’টি ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় এক মাস পর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন,যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের কাদের আলীর ছেলে কলিম বিশ্বাস।কলিম বিশ্বাস মামলায় উল্লেখ করেন, গত ১ অক্টোবর রাত ৮ টায় সরদার বাগডাঙ্গা গ্রামের জনৈক নূর ইসলামের গ্যারেজের মধ্যে অন্যান্য ইজিবাইকের সাথে কলিম বিশ্বাসের ১লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ইজিবাইক চার্জে রেখে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে আসে। পরের দিন ২ অক্টোবর ভোর সাড়ে ৫ টায় নূর ইসলাম দেখেন কলিম বিশ্বাসের ও পুলতাডাঙ্গা গ্রামের মতিনের ছেলে সাইফুলের ১লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইজিবাইক নাই। অজ্ঞাতনামা চোরেরা গ্যারেজে ঢুকে তালা ভেঙ্গে ইহিবাইক চুরি করে সটকেপড়ে। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।






