Saturday, December 6, 2025

পাবনার যুবককে বিয়ে করে বাংলাদেশি হলেন যুক্তরাষ্ট্রের তরুণী

পাবনার ঈশ্বরদী উপজেলার আসাদুজ্জামান রিজু (২৭) ও যুক্তরাষ্ট্রের হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০) এর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের এক বছর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

রিজু ঈশ্বরদী পৌরশহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার মেরামতের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। আর আইরিন যুক্তরাষ্ট্রে কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা।

২১ অক্টোবর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আইরিন। পরদিন রোববার সকালে পারিবারিকভাবে ঢাকায় তাদের বিয়ে হয়। বিয়ের আগেই আইরিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরও ইসলাম ধর্মের রীতি অনুযায়ী আসাদুজ্জামান রিজুকে বিয়ে করেন আইরিন। রোববার বিকেলে ঈশ্বরদীর বাড়িতে আসেন তারা।

রিজু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইরিনের সঙ্গে পরিচয় হয়। এক বছর ধরে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের। বাংলাদেশে এসে ওই যুবককে বিয়ে করেন যুক্তরাষ্ট্রে তরুণী।

আইরিন বলেন, বাংলাদেশে আসার আগে কিছুটা শঙ্কা ছিল তার মনে। এ দেশ সম্পর্কে অনেকে খারাপ ধারণা দিয়েছিলেন। এখন দেখি সেসব সত্য নয়। এ দেশ ভালো লাগছে। রিজু ও তার পরিবারের সদস্যদের নিয়ে আমি খুবই খুশি।

রিজু ও আইরিনের বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই তাদের দেখতে ভিড় করছেন।

ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু বলেন, তাদের ভালোবাসার গল্প শুনে ভালো লাগলো। ওই তরুণীর যেন কোনো সমস্যা না হয়, এজন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর