যশোরে টিসিবির পণ্য চুরির অভিযোগ এনে রিকশাভর্তি পণ্য আটকে দিয়েছে এলাকাবাসী। সোমবার থেকে টিসিবির পণ্য বিক্রির আগের দিন শহরের ঘোপের মাহমুদুর রহমান স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ডিলারের প্রতিনিধিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি একেক সময় একেক রকম উত্তর দেন। পরে সেসব পণ্য আবার গোডাউনে রাখা হয়।
স্থানীয়রা জানান, সোমবার থেকে ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় টিসিবি পণ্য বিক্রির কথা রয়েছে। ওই এলাকার মাহমুদুর রহমান স্কুলের একটি কক্ষে চাল, ডাল, তেল ও চিনি গুদামজাত করা হয়। রবিবার বিকেল চারটার দিকে দুই যুবক গুদাম থেকে রিকশাভর্তি করে বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছিলেন। এমন সময় স্থানীয় কয়েকজনের বিষয়টি নজরে আসে। পরে আরও কয়েকজন একত্রিত হয়ে ওই রিকশা আটকে দেন।
এরপর খায়রুল নামের এক ব্যক্তিকে মালামাল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পণ্য বিরামপুরে নিয়ে যাচ্ছেন। যা অন্য এক ডিলারের বলে দাবি করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি একেক সময় একেক রকম কথা বলতে থাকেন।
স্থানীয় বাসিন্দা রাজিব, মনিরুল ও সোভন জানান, এখানে যে পণ্যগুলো এসেছে সেগুলো তাদের এলাকার জন্য। কিন্তু অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারা অভিযোগ করেন, মূলত ডিলারের লোকজন পণ্যগুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছিল, যা স্থানীয়রা ধরে ফেলেন। পরে এলাকাবাসীর চাপে পণ্যগুলো আবার স্কুলের গোডাউনে রাখতে বাধ্য করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার সালাউদ্দিন। তিনি বলেন, এটা চুরি নয়। গত মাসে আমার উপশহর এলাকার দায়িত্ব ছিল। কিন্তু তখন ৩৯ জন ক্রেতা পণ্য নেননি। সেসব পণ্য মাহমুদুর রহমান স্কুলে রাখা ছিল। এখন অন্য একজন উপশহরের দায়িত্ব পেয়েছেন। ফলে মালামালগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। চুরি করে বিক্রির কোনো ঘটনা ঘটেনি। এখন অ্যাপস সিস্টেম চালু হওয়ায় চুরির কোনো সুযোগ নেই।







