Wednesday, November 5, 2025

যশোরে নানা আয়োজনে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কমূর্সচি শুরু হয়। পরে কারবালা কবর স্থানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। এ ছাড়া বিকেলে সমাবেশ দলীয় কার্যালয়ে সমাবেশ করেন। যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দল ও ক্ষমতার স্বার্থে আওয়ামীলীগ যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যুব সমাজ একটি দেশের মূলচালিকাশক্তি। অথচ বর্তমান সরকার তাদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র, মাদক। দল ও ক্ষমতার স্বার্থে তাদের দিয়ে নানা অপকর্ম করানো হচ্ছে। তিনি বলেন, যুবলীগের ক্যাসিনো তৈরি। ধর্ষণ চাঁদাবাজিসহ নানা অপকর্মে সেঞ্চুরি করার ইতিহাস রয়েছে। যুবদলের এমন কোন অপকর্মের ইতিহাস নেই। আছে গৌরবোজ্জল ইতিহাস। যে দল তৈরি করেছে অজস্র দেশ প্রেমিক নেতা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহসভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না প্রমুখ। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহসভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, জেলা যুবদলের নির্বাহী সদস্য বুলবুল চৌধুরী প্রমুখ। যুব সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর