যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার সকালে তাকে দেখতে যান যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ নেতাকর্মীরা।নুরজাহান ইসলাম নীরা ২২ অক্টোবর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ অক্টোবর শনিবার এনজিওগ্রাম শেষে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। তার একটি ব্লকে রিং পরানো হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।উল্লেখ্য, নুরজাহান ইসলাম নীরা নির্বাচনী প্রচারণাকালে ১৮ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। তখন চিকিৎসা গ্রহণ শেষে তিনি নির্বাচনের আগের দিন ১৯ অক্টোবর যশোরে ফিরে আসেন। ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের পর তিনি ফের অসুস্থ হয়ে পড়লে ২২ অক্টোবর ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন।এদিকে, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সোমবার সকাল ১১টায় নুরজাহান ইসলাম নীরাকে দেখতে নীরার হার্টে রিং পরানো হয়েছে নীরার হার্টে রিং পরানো হয়েছে স্কয়ার হাসপাতালে যান। তিনি নীরার শারীরিক খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাজেরা খাতুন, যুবলীগ নেতা রাজিবুল আলম এবং নুরজাহান ইসলাম নীরার ছেলে আরিফুল ইসলাম হিরা।কাজী নাবিল আহমেদ এমপি জানিয়েছেন, নুরজাহান ইসলাম নীরার অবস্থা বর্তমানে স্থিতিশীল। সুস্থতার জন্যে নীরা তার মাধ্যমে যশোরবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন।প্রসঙ্গত ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নুরজাহান ইসলাম নীরা আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দু’ লাখ ৭৬ হাজার ১৯ ভোট পেয়ে জয়লাভ করেন।
রাতদিন নিউজঃ






