Wednesday, November 5, 2025

নূরজাহান ইসলাম নীরার জাতির জনকের ম্যুরালে ফুলের শ্রদ্ধা

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা শহরের বকুলতলায় জাতির জনকের ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, হাজেরা পারভীন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শেখ জাহিদ রহমান লাবলু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সেলিম রেজা পান্নু, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওহেদুজ্জামান বাবলু, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, আলীমুজ্জামান মিলন, সহসভাপতি দাউদ হোসেন, আবুল হোসেন খান, সোহরাব হোসেন, লুতফুল কবির বিজু, যুগ্ম আহ্বায়ক মাযহারুল ইসলাম মাযহারুল, শহিদুজ্জামান শহিদ, আবু সিদ্দিকী, আবুল কশেম, লিয়াকত আলী, বি এম টিপু সুলতান এবং রেজওয়ান হোসেন মিথুন।শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা বলেন, আজকে আমাদের দলের নেতা কর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তাতে করে কোনো অপশক্তি আওয়ামী লীগের ও দেশের ক্ষতি করতে পারবে না। তাই সকলের কাঁধে কাঁধ রেখে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখার অনুরোধ জানান।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর