যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ চলছে।বিরতিহীনভাবে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এদিন সকাল ১০টা থেকে বেলা দু’ই টা পর্যন্ত লেবুতলা, ইছালী ও কাশিমপুর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, এখানে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ইছালী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়ানো রেখা বেগম (৪৫) বলেন, সকাল সকাল বাড়ির কাজ ও দুপুরের রান্না শেষ করে ভোট দিতে এসেছি। বাড়ি গেলে দুপুরের পর আমার স্বামী ভোট দিতে আসবেন।লেবুতলা ইউনিয়নের জিএসএ গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ডক্টর আনোয়ার হোসেন জানান, ইউনিয়নের ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র এটি। তবে এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।একই ইউনিয়নের দলেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রইচ উদ্দীন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৭ জন। দুপুর দু’ই টা পর্যন্ত এক হাজার ২শ’২০জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রাতদিন নিউজঃ