Wednesday, April 30, 2025

কে হচ্ছেন যশোর সদর উপজেলার অভিভাবক?

স্বাস্থ্যবিধি মেনেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে যশোর সদর উপজেলার উপনির্বাচন। উপজেলার পাঁচ লক্ষাধিক ভোটার ব্যালটের মাধ্যমে বাছাই করবেন তাদের যোগ্য প্রতিনিধি। সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ বিকেল পাঁচটা পর্যন্ত একটানা চলবে।এক হাজার চারশ’ ৮৮টি ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি গতকালই পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। ভোট গ্রহণে দায়িত্ব পালন করছেন্  ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার তিনশ’ ১৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও দু’ হাজার ছয়শ’ ২৬ জন পোলিং এজেন্ট। মাঠে আছেন  ১১ জন ম্যাজিস্ট্রেট, দেড় হাজার পুলিশ, দু’হাজার আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর আগে ৪ অক্টোবর প্রতীক পেয়ে প্রচারণা শুরু করে নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাাম নীরা ও ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুর-উন-নবী। টানা ১৫ দিন প্রচার-প্রচারণার পর গত রোববার রাত ১২টায় শেষ হয়। স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। অন্যদিকে, মানুষের অধিকার ফিরে পেতে ও গণতন্ত্রের মুক্তির লক্ষ্যে ভোট চান বিএনপি প্রার্থী মোহাম্মদ নুর-উন-নবী। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেল পাঁচটার পরই বোঝা যাবে কে হচ্ছেন সদর উপজেলার অভিভাবক।সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ ও বিএনপির দু’প্রার্থী।রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্যে আমরা সবসময় প্রস্তুত আছি।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর