Monday, April 28, 2025

একশ’ ৭৫ টি কেন্দ্র প্রস্তুত, অপেক্ষায় ৫ লাখ ৬০ হাজার পাঁচশ’ ২৫ জন ভোটার

যশোর সদর উপজেলার উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন রোববার। আগামীকাল রোববার রাত ১২ টার পরেই বন্ধ হয়ে যাবে মাইকের আওয়াজ। লিফলেট বিতরণ কিংবা পথসভা। এ কারণে শেষ সময়ের প্রচারণায় মাতবেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। এতদিনে যেখানে যেতে পারেননি সেসব জায়গায় ছুটবেন তারা। আর এই প্রচার-প্রচারণার মাধ্যমে আগামী ২০ অক্টোবর সদর উপজেলার মানুষ পেয়ে যাবে তাদের অভিভাবক। রোববার শেষ দিনের মতো ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ও ধানের শীষের মোহাম্মদ নুর-উন-নবী।গত ৪ অক্টোবর দু’প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর মানুষের মন জয় করতে টানা ১৫ দিন ভোটের মাঠে দিনরাত ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির এ দু’ প্রার্থী। আগামী ২০ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে সদর উপজেলার একশ’ ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পাঁচ লাখ ৬০ হাজার পাঁচশ’ ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর