আসন্ন যশোর সদর উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ কাজ করে যাচ্ছেন। উদ্দেশ্য তাদের একটায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরাকে বিজয়ী করতে হবে।তারই অংশ হিসেবে বুধবার দেয়াড়া ইউনিয়ন পরিষদে মহিলালীগ নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা করেন চেয়ারম্যান আনিছুর রহমান। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী উপস্থিত ছিলেন। এসময় তারা মহিলালীগ নেতৃবৃন্দদের দিক নির্দেশনায় মুলক উপদেশ দেন। এরপর মহিলালীগ নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামের
বুধবার দেয়াড়া ইউনিয়ন পরিষদে মহিলালীগ নেতৃবৃন্দকে দিন নির্দেশনা মুলক উপদেশ দেন চেয়ারম্যান আনিছুর রহমান
পাড়া মহল্লার বাড়িতে বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করেন। তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটারদের কাছে তুলে ধরেন। ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।