বিতর্কের সঙ্গে যেনো সন্ধি করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল। ‘সারেগামাপা’ থেকে উঠে আসা আলোচিত-সমালোচিত গায়ক নোবেল আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। তবে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক অনলাইনকে মেহরুবা সালসাবিল মাহমুদ বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করতো। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, ‘আমি তার বাসা থেকে যখন বের হই তখন পুলিশ আমাকে উদ্ধার করে আনে। আমার কাছে সেই সাধারণ ডায়েরির (জিডি) কপি আছে। এছাড়া তার নির্যাতনের প্রমাণ আমার কাছে আছে।’
ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনও গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।
এ বিষয়ে নোবেল বলেন, ‘আমি মোট তিনটি চিঠি পেয়েছি। এরমধ্যে একটি ডিভোর্স লেটার রয়েছে। আসলে দুইজনের সঙ্গে দুইজনের বনিবনা হয় না তাই হয়তো সে এমন সিদ্ধান্ত নিয়েছে। ও (সালসাবিল) আমার অনেক ধরণের ক্ষতি করেছে। আমার মনে হয় বাংলাদেশের উপর লেভেলের কোন একজন সেলিব্রেটি আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য সালসাবিলকে হায়ার করেছে।’
গত ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।







