Saturday, December 6, 2025

১০ দিন মুম্বাইয়ের হাসপাতালে থাকবেন শাহরুখ

ভক্তদের তিন বছরের অবসান হতে চলল। পর্দায় ফিরছেন শাহরুখ খান। সবশেষ ২০১৮ সালে তাকে পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’তে দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি নতুন ছবির শুটিং শুরু করেছেন। পরিচালক আটলির হাত ধরেই বিরতির পর পর্দায় প্রত্যাবর্তন ঘটছে শাহরুখের।

আর এতদিন বাদে যখন কিং খান সিনেমার সেটে, তখন চমক যে থাকবে তা বলাই বাহুল্য। কসরত করতে ছাড়ছেন না অভিনেতা নিজেও। আর আটলি পরিচালিত কিং খানের চমকপ্রদ এক তথ্য ছবির বিষয়েই এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এলো।

শোনা যাচ্ছে, আটলির ছবির জন্য মুম্বাইয়ের এক হাসপাতালে শুট করবেন শাহরুখ। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে শনিবার থেকে পুরোদমে শুরু হয়েছে শুটিং। চলবে আগামী ১০ দিন। দিন কয়েক আগেই গোরেগাও ফিল্ম সিটিতে এক হাড় হিম করা অ্যাকশন সিকোয়েন্সের শুট করেছেন শাহরুখ। এবার হাসপাতালে কাটাবেন দিন দশেক। ফিল্ম ইউনিটের ঘনিষ্ঠ সূত্রেই পাওয়া গেল এ খবর।

প্রসঙ্গত, এবারই প্রথম পরিচালক আটলির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান। অন্যদিকে কিং খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর