Friday, December 5, 2025

বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদন স্থগিত যুক্তরাজ্যের

ভিসা অপব্যবহার নিয়ে বাড়তি উদ্বেগ ও ব্রিটেনের হোম অফিসের কঠোর নতুন নিয়মের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদন স্থগিত করেছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে জানানো হয়, অন্তত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘‘উচ্চ ঝুঁকির’’ দেশগুলোর শিক্ষার্থী ভর্তিতে নতুন বিধি-নিষেধ আরোপ করেছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আশ্রয় আবেদন বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রকৃত শিক্ষার্থী যাচাইয়ের চাপ আরও বাড়ে। দেশটির সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ঈগল সতর্ক করে বলেন, শিক্ষার্থী ভিসা যেন স্থায়ীভাবে বসবাসের ‘‘পেছনের দরজা’’ হিসেবে ব্যবহৃত না হয়।

ইউনিভার্সিটি অব চেস্টার পাকিস্তান থেকে ভর্তি ২০২৬ সালের শরৎকাল পর্যন্ত স্থগিত করেছে। ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতক ভর্তির আবেদন বন্ধ করেছে। ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ও পাকিস্তানি শিক্ষার্থীদের আবেদন স্থগিত করেছে। সান্ডারল্যান্ড, কভেন্ট্রি, হার্টফোর্ডশায়ার, অক্সফোর্ড ব্রুকসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ–পাকিস্তানের ভর্তিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশিদের ক্ষেত্রে ভর্তি বন্ধ করেছে, যেখানে প্রতিষ্ঠানটির মোট ভিসা প্রত্যাখ্যানের ৬০ শতাংশই বাংলাদেশি আবেদনকারী।

নতুন নিয়ম অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের বেশি হলে স্পন্সর লাইসেন্স ঝুঁকির মুখে পড়বে; কিন্তু গত এক বছরে পাকিস্তান ও বাংলাদেশের ভিসা প্রত্যাখ্যানের হার যথাক্রমে ১৮ ও ২২ শতাংশ—সীমার অনেক উপরে। এতে প্রত্যাখ্যাত ২৩ হাজার আবেদনকারীর বড় অংশই এ দুই দেশের শিক্ষার্থী।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর নির্ভরশীল নিম্ন ফি-নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো এই সিদ্ধান্তে বড় ধরনের চাপের মুখে পড়বে। অন্যদিকে ব্রিটিশ হোম অফিস বলেছে, ভিসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখতেই এই কঠোরতা প্রয়োজন।

তবে পাকিস্তানভিত্তিক শিক্ষা পরামর্শকরা মনে করেন, ব্রিটেনের অনেক বিশ্ববিদ্যালয় ও বিদেশি এজেন্সির ত্রুটি ও বাণিজ্যিকীকরণই ভিসা অপব্যবহারের সুযোগ বৃদ্ধি করেছে, যার কারণে প্রকৃত শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর