কৃষ্ণ সাগরে রাশিয়ার দু’টি ট্যাংকার জাহাজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। গতকাল নাভাল ড্রোন ব্যবহার করে ‘কাইরোস’ এবং ‘ভিরাট’ নামের জাহাজ দু’টি ধ্বংস করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেনীয় নৌবাহিনীর এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, জ্বালানি তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অর্থের জোগান দিচ্ছে মস্কো। তাই রাশিয়ার জ্বালানি তেল ও জ্বালানি ব্যবসার অবকাঠামো লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা পরিচালনা করছে ইউক্রেনীয় বাহিনী। এর ধারাবাহিকতাতেই নাভাল ড্রোন দিয়ে ‘কাইরোস’ ও ‘ভিরাট’ ট্যাংকারটিকে ধ্বংস করা হয়েছে।
জাহাজ দুটি খালি ছিল। তেল বোঝাই করে বিদেশযাত্রার জন্য কৃষ্ণ সাগরের তীরবর্তী নোভোঅরাসিয়াস্ক শহরের দিকে যাচ্ছিল ‘কাইরোস’ ও ‘ভিরাট’। যাত্রাপথেই ড্রোন হামলার শিকার হয় তারা।
অনলাইন ডেস্ক/আর কে-০২







