Friday, December 5, 2025

রাফার সুড়ঙ্গে আটকা হামাস যোদ্ধা: খাবার-পানি নেই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সুড়ঙ্গের ভেতর আটকে রয়েছেন হামাসের কয়েক ডজন যোদ্ধা। তাদের সঙ্গে সংগঠনের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন। আরও জানা গেছে, সুড়ঙ্গে আটকে থাকা এসব যোদ্ধার কাছে নেই খাবার ও পানি।

গত মাসে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি হলেও রাফার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে ইসরায়েল। এর মধ্যেই সুড়ঙ্গে আটকে পড়া যোদ্ধাদের সংকট আরও চরমে ওঠে।

আলজাজিরার প্রতিবেদনে ফিলিস্তিনের একটি সূত্র জানায়, রাফার সুড়ঙ্গে ৬০ থেকে ৮০ জন পর্যন্ত হামাস যোদ্ধা আটকে আছেন। কয়েকজন বের হওয়ার চেষ্টা করলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন।

ইসরায়েল দাবি করেছে, এসব যোদ্ধাকে আত্মসমর্পণ করতে হবে এবং পরবর্তীতে তাদের কারাগারে নেওয়া হবে। তবে হামাস স্পষ্ট জানিয়েছে, যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।

গত বুধবার হামাস প্রথমবার স্বীকার করে তাদের যোদ্ধারা রাফার সুড়ঙ্গে আটকা পড়েছেন। এক বিবৃতিতে তারা যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের ওপর চাপিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি নিরাপদ প্রস্থান নিশ্চিত করার আহ্বান জানায়।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব যোদ্ধাকে নিরাপদ প্রস্থান দেওয়ার বিরোধিতা করেছেন। তার দাবি—হামাস যোদ্ধাদের আত্মসমর্পণ করতেই হবে।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর